• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১:২৪
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৪, ২০২৫

তামাকমুক্ত দেশ গঠনে এনজিও কর্মীদের ভূমিকা পালনের আহবান

ঢাকা: এনজিও কর্মীদের তামাকজাত পণ্য ব্যবহারের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনাতা বাড়াতে তাদের ভূমিকা পালন করার জন্য আহবান জানানো হয়েছে।

এক প্রশিক্ষন কর্মশালায় আলোচনাকালে বক্তারা বলেন, তামাক মানব স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি দুর্দান্ত ঝুঁকি তৈরি করে। দেশব্যাপী তৃণমূল পর্যায়ে যোগাযোগের শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে এনজিও কর্মীরা এই ঝুঁকি সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভমিকা পালন করতে পারে বলে তারা মনে করেন।
বগুড়া জেলার সদর উপজেলার বনানী এলাকায় সিয়েস্তা হোটেল এবং কনভেনশন হলে এনজিও কর্মীদের জন্য ‘তামাকজাত পণ্যের নেতিবাচক প্রভাব এবং এটা প্রতিকারের উপায়’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তারা এই কথা বলেন।

স্বাস্থ্য ও প্রতিবন্ধী ইস্যুতে কাজ করা এনজিও ’বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)’ সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করেছে।

জেলার বিভিন্ন এনজিও’র পঁচিশজন কর্মী দিনব্যাপী এই ইভেন্টে অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিবিএমের ফিনান্স এবং অ্যাডমিন ম্যানেজার খান্দকার আবেদুল ইসলাম ভবিষ্যত প্রজন্মের জন্য দেশকে উপযুক্ত জায়গা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তামাকজাত পণ্য ব্যবহার হ্রাস করার জন্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।
বিশিষ্ট গবেষক এবং ইস্পাহানি আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল, ঢাকা এর এপিডেমিওলজিষ্ট শামসাল ইসলাম তামাকজনিত পণ্য ব্যবহারের কারণে বিভিন্ন শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন।
জাতীয়ভাবে খ্যাতিমান উন্নয়ন পরামর্শদাতা শুভশিশ মহন্ত তাঁর ভাষণে এনজিও কর্মীদের ভূূমিকার ওপর জোর দিয়ে বলেন, তারা সারা দেশে তামাকজাত পণ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আলোচনায় অংশ নিয়ে এনজিও কর্মীরা তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনাতা বাড়াতে তাদের যথাযথ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিএম’র প্রকল্প কর্মকর্তা তারেক মাহমুদ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *