• ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ২:৩৯
S M Tajul Islam আগস্ট ১১, ২০২৫

ড্যাবের নতুন নেতৃত্বকে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনে’র অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫–এ পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।

আজ (১১ আগস্ট) বিআরজেএ’র চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

গত ৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ এক হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন এক হাজার ২০২ ভোট।

মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন এক হাজার ০৭৯ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু নির্বাচিত হন। সবাই হারুন-শাকিল প্যানেলের প্রার্থী ছিলেন এবং পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন। সংগঠনের চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন,

‘হারুন-শাকিল পরিষদের এই জয় চিকিৎসক সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *