• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ২:২৮
S M Tajul Islam সেপ্টেম্বর ৪, ২০২৫

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ঢাকা : ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম। এর আগে, বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মো: কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো: মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো: বাবুল হাওলাদার (৩৮), মো: রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরো ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত তারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করত।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রেকর্ডপত্র অনুসারে গ্রেফতার দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস, দু’টি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দু’টি হ্যান্ডকাফ, দু’টি খেলনা পিস্তল, দু’টি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *