• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ২:১১
S M Tajul Islam সেপ্টেম্বর ৯, ২০২৫

ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর বলেন, আমাদের সহকর্মী ডাকসু নির্বাচন কভার করতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *