• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার রাত ১০:৪৫
dainikprithibi অক্টোবর ৮, ২০২৪

জার্সি বানিয়ে গিনেজে নাম লেখালো আইপিএল

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি বানিয়ে গিনেজে নাম লেখালো আইপিএল। আর জায়ান্ট এই জার্সিটি উন্মোচন করা হয়ে ফাইনালের আগে আহমেদাবাদে ১ লাখ দর্শকের সামনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগে প্রদর্শিত হয় বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ক্রিকেট জার্সি। যেটি দৈর্ঘ্যে ৬৬ মিটার এবং প্রস্থে ৪২ মিটার। ম্যাচ শুরুর আগে বিশাল এই জার্সিটি মাঠে বিছিয়ে রাখা হয়। এই জার্সির জন্য পাওয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্রটি ফাইনালের মঞ্চে গ্রহণ করেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ।

জায়ান্ট এই জার্সিটির সামনের অংশের বুকের বাম পাশে আছে বিসিসিআইয়ের লোগো। ডান পাশে আছে আইপিএলের লোগো। মাঝে আইপিএলের ১৫ বছর উদযাপন উপক্ষে ‘১৫ ইয়ারস অব আইপিএল’ লেখা। আর নিচে অংশ নেওয়া দশটি আইপিএল দলের প্রতীক।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাসের বেশি সময় শেষে পর্দা নেমেছে আইপিএলের। এদিকে আহমেদাবাদে ফাইনালের আগেই এই সুখবর পেয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং বোর্ড।

আমারসংবাদ/এবি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *