• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৯
S M Tajul Islam সেপ্টেম্বর ২৮, ২০২৫

জামালপুরের সাংবাদিক ওসমান হারুনীর নিজ বাড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর : জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনী (৪৩) শনিবার দুপুরে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছেন। মরদেহ উদ্ধার করা হয় পৌরসভার পলাবান্দা ভাটি পাড়া থেকে।

নিহত ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও “আমার দেশ” পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে মরদেহ নামান। এরপর স্থানীয় পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, তিনি বেশ কিছুদিন বাড়িতে অবস্থান করছিলেন এবং সাংবাদিকতার কাজে মনোযোগ কম ছিল। তিনি কম কথা বলতেন এবং শারীরিক অসুস্থতার কারণে একটি অপারেশন করেছেন। সামনে আরেকটি অপারেশনও হওয়ার কথা ছিল।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

স্থানীয় সাংবাদিক মহল ও সহকর্মীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *