• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ৯:১০
S M Tajul Islam আগস্ট ১১, ২০২৫

জাতীয় যুব দিবসে পুরস্কৃত হচ্ছে আওয়ামী দোসর দুলাল

নিজস্ব প্রতিবেদন; আগামীকাল ১২ আগস্ট, ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। জাতীয় আন্তর্জাতিক যুব দিবসে পুরস্কৃত হচ্ছে আওয়ামী দোসর সাজিদুল ইসলাম দুলালসহ অনেকে।

তথ্য নিয়ে জানাযায়, জাতীয় যুব পুরস্কার ২০২৫ এর কেন্দ্রীয় মনোনয়ন কমিটি কর্তৃক মনোনীত হয়েছেন আওয়ামী লীগের দোসর অনেকেই। তারমধ্যে অন্যতম হলেন যুব সংগঠক আল সাজিদুল ইসলাম দুলাল, যে সংগঠনের মাধ্যমে জাতীয় যুব পুরস্কারের জন্য আবেদন করেছে, সংগঠনটি ২৩/০২/২০২০ খ্রি. তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর হতে নিবন্ধন লাভ করে। জাতীয় যুব পুরস্কার নীতিমালা-২০২৩ এর ১২.২ ধারা (সংযোজনী-০১) লঙ্গন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অরিন আক্তার আল সাজিদুল ইসলাম দুলাল এর স্ত্রী এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। যখন প্রতিক্ষন যুব ফাউন্ডেশন এর নিবন্ধন লাভ করে তখন সাজিদুল ইসলাম দুলাল এর বয়স ছিল ৩৯ বছর সে সংগঠনের যে কোন সদস্য হিসেবে যোগ্যতা হারিয়েছে (জাতীয় যুব নিবন্ধন নীতিমালা আইন ২০১৫ অনুযায়ী) ৩৫ এর উর্দ্ধে কোনো ব্যক্তি যুব সংগঠন এর নিবন্ধন লাভ করতে পারবে না।

সাজিদুল ইসলাম দুলাল পুরস্কারের ফাইলে তার এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট প্রদান করেছেন তাও অন্যের সার্টিফিকেট নিজের নামে নকল করে দিয়েছিল। তার সঠিক জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ: ১২-০১-১৯৮১ আল সাজিদুল ইসলাম দুলালকে ২০২৩ সালে সংগঠন পুরস্কারের জন্য মনোনীত করা হয় জালিয়াতি ধরা পড়ার কারণে তার ফাইল বাতিল করা হয়। পুনরায় ২০২৫ সালে ‘যুব উন্নয়ন অধিদপ্তর’-এর কিছু কর্মকর্তাদের সহায়তায় পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

থানা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসি বেগম মতিঝিল ইউনিটের প্রধান একজন মহিলা আওয়ামীলীগ এর কর্মীছিলেন তার স্বামী আবুল কালাম আজাদ বহিষ্কারকৃত যুব উন্নয়ণ কর্মকর্তা অর্থ আত্তসাতের জন্য তাকে বহিষ্কার করা হয়। সাজিদুল ইসলাম দুলাল-কে ২০২৩ সালে পুরস্কারের জন্য মনোনীত হন তাদের সহায়তায়।

আলা সাজিদুল ইসলাম দুলাল ফেসিস্ট আওয়ামীলীগ এর একজন সাবেক ফেসিস্ট সংসদ সদস্য সাবের হোসেন ও চিত্তরঞ্জন দাস ঢাকা কদমতলা বাসাবো এর কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর এর অনুসারী এলাকায় তার খোজ নিলে বিস্তারিত যানা যাবে। সে একজন আয়ামীলীগ এর কর্মী ফেসিস্ট সরকারের ২০০৮, ২০১৪,২০১৮, ২০২৪, সকল সংসদ নির্বাচনে এলাকায় আওয়ামীলীগের হয়ে কাজ করে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *