
বাসস, বিটিভি, রেডিও বাংলাদেশে ফ্যাসিবাদের আধিপত্য বিরাজ করায় মজলুম সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ
ঢাকা : শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ক্যান্টিনে ফ্যাসিবাদ বিরোধী মজলুম সাংবাদিক ফোরাম এর এক সভা সাদ বিন রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় তথ্য মন্ত্রনালয়ের অধিনে বাসস, বিটিভি, রেডিও বাংলাদেশে ফ্যাসিবাদের আধিপত্য বিরাজ করায় ক্ষোভ প্রকাশ ও ফ্যাসিবাদের আধিপবাদ মুক্ত করার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদের দোষরদের রক্ষায় যারা সহযোগীতা বা ইন্ধন যোগাচ্ছে তাদের মর্যাদার কথা চিন্তা করে অবিলম্বে এ রাস্তায় ত্যাগ না মজলুৃম সাংবাদিকরা ধারাবাহিক কঠোর কর্মীসুচি দিতে বাধ্য হবে।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন জনাব আবুল কালাম মানিক, শাহারুল ইসলাম রকি, মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, হাফিজুর রহমান, নুরুল ইসলাম কাইয়ুম রাজু আহমেদ, রফিকুল ইসলাম, আলম চৌধুরী প্রমুখ।
তারা বলেন অবিলম্বে বাসাসে হাফিজুর রহমান এর যোগদান এবং ওয়েজবোড প্রদান সহ যারা অনিম করে ৫ আগষ্ট ২৪ তারিখের পর রাষ্ট্রীয় অর্থ ভাগ বাটোয়ারা করে নিয়েছে তাদের চিহ্নিত করে ফ্যাসিবাদের দোষর হওয়ার শাস্তি দিতে হবে। এছাড়াও যে সকল পত্রিকা বিজ্ঞাপনে রেট অনুয়ায়ী ওয়েজ বোড বাস্তবায়ন করে নাই। তাদের মিডিয়া বাতিল করতে হবে। দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, সিএসবি, ইসলামী টিভি সহ সকল ফ্যাসিবাদ কতৃক বন্ধ করে দেওয়া গণমাধ্যম একটি অধ্যাদেশ এর মাধ্যম খুলে দেওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি ফ্যাসিবাদের চক্রান্ত যে সকল গণমাধ্যম কর্মী বেকার হয়েছে তাদের কর্মসংস্থান করার আহবান জানায়।