
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের ১০৮টিতে একমত এবি পার্টি
ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের ১০৮টিতে একমত, ৩২টিতে দ্বিমত এবং ২৬ টি বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছে এবি পার্টি।
সোমবার (১৭ মার্চ) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি’র সমন্বয়ে একটি টিম জাতীয় ঐকমত্য কমিশনে পার্টির পক্ষ থেকে এই লিখিত মতামত জমা দেন। এর মধ্যে রয়েছে- সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আপত্তি, প্রাদেশিক শাসন ব্যবস্থায় দ্বিমত পোষণ, সংবিধানের সংশোধনী উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন, গণভোটের বিধানকে সমর্থন এবং প্রার্থীর বয়সসীমা ২১ এর পক্ষে মত ইত্যাদি।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে ৬ মার্চ, জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো স্প্রেডশিট আকারে আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।
তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের নির্দেশনা মোতাবেক পূরণকৃত স্প্রেডশিট জমা দেয় দলটি। এতে সংস্কারের সময় ও বাস্তবায়নের উপায় হিসেবে সর্বমোট ৬টি প্রস্তাবনা দেয়া হয়েছে।