
ছাত্রদল নেতা জুবায়েদ হোসানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, বিচার দাবি
ঢাকা : জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ঢাকায় কুপিয়ে হত্যা।
ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার কৃতি শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসান (২৪)। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলায় টিউশনি বাসার সিঁড়িতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জুবায়েদ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের মোঝো ছেলে ও হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ভাতিজা।
বন্ধু অনিক জানায়, টিউশনি করতে গিয়েছিল। সেই বাসার সিঁড়ির মধ্যেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়।
নিহতের চাচা সাংবাদিক আক্তার হোসেনের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জুবায়েদের অকাল মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাব, সহপাঠী, শিক্ষক, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।