• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৮
S M Tajul Islam আগস্ট ২৭, ২০২৫

চাকরির প্রলোভনে শ্লীলতাহানী : খিলগাঁওয়ে প্রতারক রিয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁওয়ে প্রতারণার আড়ালে শ্লীলতাহানীর এক ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে। নোয়াখালীর কোম্পানী থানার ছেলে অভিযুক্ত রিয়াজ ওরফে সাইফ সুজা ইসলাম (৪০) নামের এক ব্যক্তি চাকরির ইন্টারভিউর ছদ্মবেশে এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। সমাজের ভেতরে এমন এক চরিত্রহীন, নেশাগ্রস্ত ও প্রতারক ব্যক্তির দৌরাত্ম্য প্রশ্নবিদ্ধ করেছে নারীর নিরাপত্তা ও সামাজিক নৈতিকতার ভিত্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ স্বপ্না আক্তার ( ছন্দ নাম) (১৯), , বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগরে বসবাস করছেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। গত ২৫ আগস্ট বিকেল ৫টার দিকে চাকরির ইন্টারভিউর প্রলোভনে তিনি খিলগাঁও রেলগেইটস্থ এস. আনোয়ার ল্যান্ড মার্কের এপেক্স বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত অভিযুক্ত রিয়াজের তথাকথিত অফিসে হাজির হন।

ভুক্তভোগীর অভিযোগ, শুরুতে তাকে দীর্ঘ সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বসিয়ে রেখে মানসিক চাপে ফেলা হয়। পরবর্তীতে অভিযুক্ত রিয়াজ তাকে কোম্পানির মালিক আসা পর্যন্ত বসে থাকতে বাধ্য করে। একপর্যায়ে রিয়াজ চাকরির নামে প্রতারণা করে ব্যক্তিগত আসক্তির নগ্ন রূপ প্রকাশ করে। সে ভুক্তভোগীকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতারিত করার চেষ্টা চালায়। বিবাহিত হওয়া সত্ত্বেও ওই নারীকে বিয়ের প্রলোভনে ফেলে রিয়াজ তার প্রতি শারীরিকভাবে শ্লীলতাহানীর অপচেষ্টা করে।

অভিযোগকারী নারী থানায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন- “আমি বিবাহিত হওয়া সত্ত্বেও অভিযুক্ত রিয়াজ আমাকে বিয়ের নামে প্রলোভন দেখায়, জোরপূর্বক আটকে রাখে এবং নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানীর চেষ্টা চালায়। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হই।”

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত রিয়াজ একজন অভ্যাসগত লম্পট, প্রতারক ও নারীলোলুপ। চাকরির ফাঁদে ফেলে নারী শ্লীলতাহানী করা তার স্বভাবগত কৌশল। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পরিবারের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সমাজে এ ধরনের চরিত্রহীন, কুৎসিত প্রবৃত্তির ব্যক্তিদের দৌরাত্ম্য শুধু নারী সমাজের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং রাষ্ট্রীয় নৈতিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলাকেও ছিন্নভিন্ন করছে। আইনের প্রতি জনসাধারণের আস্থা টিকিয়ে রাখতে হলে এই প্রতারক ও নারীলোলুপ রিয়াজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান অপরিহার্য হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ভুক্তভোগী নারী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *