• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ১১:৩০
S M Tajul Islam অক্টোবর ১৩, ২০২৫

ইটনায় গরু চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নিহত ১, আহত ৩৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় গরু চুরির ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান। তিনি মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় জসিম মেম্বার গোষ্ঠীর সদস্য রুমান মিয়া দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। দুই দিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন সদস্য জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। ঘটনাটি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।

মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *