
গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
ঢাকা : বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে যেন জনগণ মতামত দিতে পারে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভবন হতে হবে তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।
তিনি আরও বলেন, আমরা বলেছি পিয়ারের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নেবো। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।
গোলাম পরওয়ার বলেন, খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড পিআর পদ্ধতি অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি সরকারের প্রধান অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।
তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্য মুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।