• ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল ৪:৪২
S M Tajul Islam ডিসেম্বর ৩০, ২০২৫

গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

ঢাকা : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী এবং ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।

আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এক যৌথ শোক বার্তায় বিআরজেএ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিসংবাদিত নেত্রী। দেশের মানুষের অধিকার আদায় এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর প্রস্তাবক প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”

বিআরজেএ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তাঁরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *