• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ৮:১০
S M Tajul Islam আগস্ট ১৫, ২০২৫

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন: প্রেসক্লাব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের (বিআরজেএ) উদ্যোগে শুক্রবার, ১৫ আগস্ট, বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মনিরুজ্জামান। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বিআরজেএ-এর চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দীর্ঘ কারাবরণ করেছেন। আমরা আশা করি, গোটা জাতি দেশনেত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তার লক্ষ্যস্থানে পৌঁছে দেবে।” তিনি আরও বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করুছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ পুনঃগঠন করবো ইনশাল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, বেলাল উদ্দিন আহমেদ, রাসেল আহমেদ, মোঃ মতিউর রহমান সরদার, এম এইচ প্রিন্সসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *