• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার ভোর ৫:২৯
S M Tajul Islam এপ্রিল ১৯, ২০২৫

কাওলা মার্কেট কমিটির নির্বাচনে সভাপতি জুলহাস ও সাধারণ সম্পাদক জাকির

কাজী আবির আসলা: এভিয়েশন ওয়েলফেয়ার এয়ারপোর্ট কাওলা মার্কেট কমিটির নির্বাচনে সভাপতি জুলহাস ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন নির্বাচিত।
সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার এয়ারপোর্ট কাওলা, মার্কেটের কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ব্যবসায়ীদের মধ্যমণি বিভিন্ন সামাজিক কাজে যাকে সব সময় ব্যবসায়ীরা সহযোগিতা পায় এবং তিনি বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক। মোঃ জুলহাস ভুঁইয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৭০ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেছেন। মোহাম্মদ আব্দুল রাহিম সাব্বির জামায়াতের মহানগর কমিটিতে আছেন। তিনি পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন। সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার মার্কেটের সবচেয়ে ক্লিন ইমেজ ব্যবসায়ী। তিনি পেয়েছেন ১২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আসাদুর জামান নূর তিনি পেয়েছেন ৪০ ভোট। এবং কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন আব্দুর হালিম।তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রফিক খান তিনি পেয়েছেন ৩৯ ভোট। এই ফলাফলে সকল প্রার্থী সন্তুষ্ট। ফলাফল ঘোষণার পরে। নির্বাচিত যারা হয়েছে। তারা বলেছেন সকলের প্রচেষ্টায় এই মার্কেটের শৃঙ্খলা রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে বাজারের উন্নয়নমূলক কাজ সকলের প্রচেষ্টায় সম্পন্ন করবেন। তারপরে ব্যবসায়ীরা ব্যাপক লোক সমাগম নিয়ে বিজয় মিছিল করেছে। মার্কেটের নির্বাচনের সার্বিক সহযোগিতা করেছেন। মোঃ শামীম ভূঁইয়া কামরুল আলম খান সোহেল ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *