“কমিশনে আওয়ামী লীগের দালাল ও দূর্বল এনজিওদের মূল্যায়নের অভিযোগ এলজিইডির পিডি আনিসুল ওয়াহাব খানের বিরুদ্ধে”
বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্প “অবকাঠামো, উন্নত দক্ষতা এবং তথ্যে অ্যাক্সেসের মাধ্যমে দুর্বলদের স্থিতিস্থাপকতা প্রচার করা” (PROVATP) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোঃ আনিসুল ওয়াহাব খান ১০% কমিশনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দালাল ও দূর্বল এনজিও গুলিকে মূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৩ নভেম্বর ২০২৪ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্প পাটের ফাইবার-ভিত্তিক ব্যাগ এবং বাক্স/কেস তৈরি, এমব্রয়ডারি এবং সৌন্দর্যের যত্ন, এবং একচেটিয়াভাবে ১০০০ প্রশিক্ষণার্থীর কর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য পরিষেবা প্রদানকারী/এনজিও কুড়িগ্রাম, জামালপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় যুব মহিলাদের জন্য। (অ-আবাসিক) (প্রো/পিএমইউ/পিটিইউ/জেইউআরই & ইএমবি/২০২৪-২৫/এসসি-৪৮)। পরিষেবার আরও বিশদ বিবরণ রেফারেন্স শর্তাবলী প্রদান করে আওয়ামী লীগের দালাল এনজিওদের আমন্ত্রণ পত্রের সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরামর্শদাতাদের কাছে জারি করা হয়েছে। সেই তালিকায় অন্তর্ভুক্ত এনজিও গুলোর মধ্যে সোসাইটি-ড্যাস-এর উন্নয়ন কার্যক্রম, DISA এবং HyperTAG JV, প্রতিবন্ধী অনুসন্ধান কার্যক্রম, সিএমকেএস এবং এবি সিস্টেম লিমিটেড জেভি, Hitaisi-বাংলাদেশ, SERAA এবং USS JV, শান্তি ও উন্নয়ন সংস্থা (PDO), RISDA-বাংলাদেশ, সামাজিক উন্নয়ন সেবা, UDPS এবং VRDS।
তথ্য নিয়ে জানা যায়, এই এনজিও প্রতিষ্ঠান মূল্যায়নে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ও দূর্বল এনজিদের আর্থিক সুবিধার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (PROVATP) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোঃ আনিসুল ওয়াহাব খানকে মোবাইল বারবার কল দিলেও তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হন নাই। আর্থিক সুবিধা নিয়ে এনজিও মূল্যায়ন করা হয়েছে বল্লে তিনি কল কেটে দেন।