• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৭:৪৮
S M Tajul Islam নভেম্বর ২০, ২০২৪

“কমিশনে আওয়ামী লীগের দালাল ও দূর্বল এনজিওদের মূল্যায়নের অভিযোগ এলজিইডির পিডি আনিসুল ওয়াহাব খানের বিরুদ্ধে”

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্প “অবকাঠামো, উন্নত দক্ষতা এবং তথ্যে অ্যাক্সেসের মাধ্যমে দুর্বলদের স্থিতিস্থাপকতা প্রচার করা” (PROVATP) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোঃ আনিসুল ওয়াহাব খান ১০% কমিশনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দালাল ও দূর্বল এনজিও গুলিকে মূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৩ নভেম্বর ২০২৪ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকল্প পাটের ফাইবার-ভিত্তিক ব্যাগ এবং বাক্স/কেস তৈরি, এমব্রয়ডারি এবং সৌন্দর্যের যত্ন, এবং একচেটিয়াভাবে ১০০০ প্রশিক্ষণার্থীর কর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য পরিষেবা প্রদানকারী/এনজিও কুড়িগ্রাম, জামালপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় যুব মহিলাদের জন্য। (অ-আবাসিক) (প্রো/পিএমইউ/পিটিইউ/জেইউআরই & ইএমবি/২০২৪-২৫/এসসি-৪৮)। পরিষেবার আরও বিশদ বিবরণ রেফারেন্স শর্তাবলী প্রদান করে আওয়ামী লীগের দালাল এনজিওদের আমন্ত্রণ পত্রের সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরামর্শদাতাদের কাছে জারি করা হয়েছে। সেই তালিকায় অন্তর্ভুক্ত এনজিও গুলোর মধ্যে সোসাইটি-ড্যাস-এর উন্নয়ন কার্যক্রম, DISA এবং HyperTAG JV, প্রতিবন্ধী অনুসন্ধান কার্যক্রম, সিএমকেএস এবং এবি সিস্টেম লিমিটেড জেভি, Hitaisi-বাংলাদেশ, SERAA এবং USS JV, শান্তি ও উন্নয়ন সংস্থা (PDO), RISDA-বাংলাদেশ, সামাজিক উন্নয়ন সেবা, UDPS এবং VRDS।

তথ্য নিয়ে জানা যায়, এই এনজিও প্রতিষ্ঠান মূল্যায়নে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ও দূর্বল এনজিদের আর্থিক সুবিধার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (PROVATP) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোঃ আনিসুল ওয়াহাব খানকে মোবাইল বারবার কল দিলেও তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হন নাই। আর্থিক সুবিধা নিয়ে এনজিও মূল্যায়ন করা হয়েছে বল্লে তিনি কল কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *