• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ১২:২৯
S M Tajul Islam ডিসেম্বর ২০, ২০২৫

ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ঢাকা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে বলেছেন।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।

ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন, তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডুজারিক আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা কমানো এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও ওসমান হাদির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিলসের উদ্বেগ
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। শনিবার বিলসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনা ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন-২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমে উসকানি দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের নামে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ করে সম্পদের ক্ষতিসাধন, সংবাদকর্মীদের জীবন হুমকির মুখে ফেলা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা, ছায়ানট ভবন ও নালন্দা বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর, উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগ, খুলনায় সাংবাদিক হত্যা, ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা, ভারতীয় হাইকমিশন ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলার চেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান তিনি।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। তিনি অবিলম্বে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *