• ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ১:২২
S M Tajul Islam ডিসেম্বর ২৮, ২০২৫

ওসমান হাদির কবরের পাশে অশ্রুসজল, শাহবাগে বিচারের দাবিতে গর্জন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ ঘেঁষে শাহবাগ আসার পথে চোখে পড়ে একটি জটলা। নারী, পুরুষ, শিশুসহ অনেকেই রয়েছেন। সীমানার পাশে দাঁড়িয়ে আবছায়ায় তারা দেখছেন একটি কবর দেখছেন। শরিফ ওসমান হাদির কবর।

দাঁড়িয়ে থাকা এসব ব্যক্তিদের কেউ কেউ দুহাত তুলে মোনাজাত করছেন আল্লাহ তাআলার কাছে। কেউ কেউ কাঁদছেন, কেউ কেউ কেবল তাকিয়ে আছেন দীর্ঘক্ষণ। টিএসসিতে দেখা হলো ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুলের এক ছাত্রের সঙ্গে। বাবা-মা এবং বোনকে নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে এসেছেন।

জানতে চাইলেন, শরিফ ওসমান হাদির কবর কোনদিকে? জানার পর জিয়ারত করতে গেলেন সপরিবারে।

অন্যদিকে রাজধানীর শাহবাগ এলাকায় ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার রয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার দুপুর ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন। তারা এটির নাম দিয়েছেন ‘শহীদ ওসমান হাদি চত্বর’।

ইনকিলাব মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই শাহবাগে এসেছেন। তারা ‘তুমি কে, আমি কে স্লোগান দিচ্ছেন।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আন্দোলনকারীদের সাথে শাহবাগে দেখা করতে আসেন ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী এবং তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কমিশনার সাজ্জাত আলী আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার চার্জশিট দাখিলের কথা জানান। আসামি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পাওয়া গেলে ভারত ফিরিয়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা করবে বলে জানান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।

রোববার সোয়া ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করা হবে বলেও তারা শাহবাগে জানান।

উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার শাহবাগ ছাড়ার পর ইনকিলাব মঞ্চ তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল ও ২৬ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি করেন।

একইসাথে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। পরে তা পিছিয়ে ২টা থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

আজকের সংবাদ সম্মেলনে হাদি হত্যার দুই আসামি ভারতে পালিয়েছেন বলে জানায় ডিএমপি। তাদের পালাতে সহযোগিতার অভিযোগে পূর্তি ও সামী নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় ডিএমপি। এসব ঘটনার পর দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ। তারা আরও ঘণ্টাখানেক এখানে অবস্থান করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *