• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৩
S M Tajul Islam অক্টোবর ৯, ২০২৫

ওষুধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বাড়ানোর দাবি

ঢাকা : ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে প্রদেয় বিক্রয় কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।

সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ১৯৪০ সাল থেকে ওষুধ কোম্পানিগুলো খুচরা ও পাইকারি বিক্রেতাদের ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল। বর্তমানে তা কমে ১২ শতাংশে নেমে এসেছে।অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে এই কমিশন ৩০ শতাংশের বেশি।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন ফি, কর, দোকান ভাড়া, ফার্মাসিস্টের বেতন ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ওষুধ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

সরকারি ফি ও খরচ বহুগুণ বেড়ে গেছে। অথচ কোম্পানিগুলোর কমিশন একই আছে, বরং আগের চেয়ে কমেছে।

বক্তারা বলেন, কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবি তারা আগেও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে তুলে ধরেছেন। গত ২২ মে তারা সারাদেশে মানববন্ধনও করেছেন। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ময়নুল হক চৌধুরী সতর্ক করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি না মানা হলে সারাদেশের কেমিস্টদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইকবাল লস্করসহ অন্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *