• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার সকাল ৮:১৮
S M Tajul Islam অক্টোবর ১১, ২০২৫

উপদেষ্টাদের নয়, জাতির ‘সেফ এক্সিট’ দরকার: আসিফ নজরুল

ঢাকা : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নয়, বরং জাতি হিসেবে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি মানবাধিকার কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘বিগত ১৬ বছরে আমরা দুঃশাসন, গুম-খুন ও লুটপাট দেখেছি। এই ভয়াবহ, আত্মধ্বংসী কাঠামো থেকে জাতির জন্য সেফ এক্সিট অপরিহার্য। উপদেষ্টাদের জন্য নয়, জাতির নিরাপদ প্রস্থান জরুরি।’

তিনি আরও বলেন, ‘ভালো আইন তৈরি মানেই পুরো দেশ পরিবর্তিত হবে, এটা আশা করার বয়স আমার নেই। আইন প্রণয়নের চেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চ আদালত, সংসদীয় কমিটি এবং মানবাধিকার কমিশনকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে।’

রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেননি; সবসময় এটি প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে।’

সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আগামী নির্বাচনের আগে মানবাধিকার বিষয়ক সঠিক পদক্ষেপগুলো আমাদের করতে হবে। আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আগামী দিনের জন্য দেশকে নতুন করে তৈরি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *