ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীগণ মহান রবের ইচ্ছায় মুক্তি পাবেন- আমীর, ইসলামী সমাজ।
‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা ইসলাম বিরোধী মতবাদ এবং আল-কুরআন বিরোধী সংবিধান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে আল-কুরআনকে সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠাই মূল সমস্যা সহ সকল সমস্যার একমাত্র সমাধান। এ লক্ষেই ‘ইসলামী সমাজ’ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারী ২০২৬ইং, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ‘ইসলামী সমাজ’ এর কেন্দ্র- কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে “ইসলাম বিরোধী সকল মতবাদ এবং আলকুরআন বিরোধী সকল সংবিধানসহ সকল প্রকার দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে” শান্তিপূর্ণ অব্স্থান হবে ইনশাআল্লাহ।
ইতিমধ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দেশব্যাপী ‘ইসলামী সমাজ’ গঠিত ৬টি টিম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে- একথার উল্লেখ করে তিনি বলেন, গতকাল ৭ জানুয়ারী পঞ্চগড় জেলা শহরে প্রচার করাকালীন ‘ইসলামী সমাজ’ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীর এবং রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠু, সহকারী দায়িত্বশীল হুমায়ূন কবীর এবং পঞ্চগড় জেলা দায়িত্বশীল নুরুল ইসলাম- পঞ্চগড় সদর থানা প্রশাসন কর্তৃক আটক হওয়ার ঘটনা মূলতঃ আল্লাহর ইচ্ছা ও ঈমানের পরীক্ষা। তিনি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দু’আ করেন যেন তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তিনি এ ঘটনায় কারো প্রতি কোন অভিযোগ না দিয়ে বলেন, আমরা ধৈর্য ও ক্ষমার নীতিতে অটল থেকেই ইসলাম প্রতিষ্ঠার সর্বাধিক গুরুত্বপূর্ণ ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করতেই থাকবো ইনশাআল্লাহ। বর্তমানে নেতা-কর্মীগণ জেল হাজতে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা হবে তখনি তারা আল্লাহর রহমত ও সাহায্যে মুক্তি পাবে- একথার উল্লেখ করে সকলকে তিনি ধৈর্য ধারন করার ও মহান রবের নিকট তাদের জন্য দু’আ করার এবং অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে যথাযথ ঈমানী দায়িত্ব পালনের আহবান জানান। আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।





























