• ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৪:২৬
S M Tajul Islam জানুয়ারি ৮, ২০২৬

ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীগণ মহান রবের ইচ্ছায় মুক্তি পাবেন- আমীর, ইসলামী সমাজ।

‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা ইসলাম বিরোধী মতবাদ এবং আল-কুরআন বিরোধী সংবিধান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে আল-কুরআনকে সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠাই মূল সমস্যা সহ সকল সমস্যার একমাত্র সমাধান। এ লক্ষেই ‘ইসলামী সমাজ’ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারী ২০২৬ইং, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ‘ইসলামী সমাজ’ এর কেন্দ্র- কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে “ইসলাম বিরোধী সকল মতবাদ এবং আলকুরআন বিরোধী সকল সংবিধানসহ সকল প্রকার দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে” শান্তিপূর্ণ অব্স্থান হবে ইনশাআল্লাহ।
ইতিমধ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দেশব্যাপী ‘ইসলামী সমাজ’ গঠিত ৬টি টিম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে- একথার উল্লেখ করে তিনি বলেন, গতকাল ৭ জানুয়ারী পঞ্চগড় জেলা শহরে প্রচার করাকালীন ‘ইসলামী সমাজ’ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীর এবং রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠু, সহকারী দায়িত্বশীল হুমায়ূন কবীর এবং পঞ্চগড় জেলা দায়িত্বশীল নুরুল ইসলাম- পঞ্চগড় সদর থানা প্রশাসন কর্তৃক আটক হওয়ার ঘটনা মূলতঃ আল্লাহর ইচ্ছা ও ঈমানের পরীক্ষা। তিনি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দু’আ করেন যেন তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তিনি এ ঘটনায় কারো প্রতি কোন অভিযোগ না দিয়ে বলেন, আমরা ধৈর্য ও ক্ষমার নীতিতে অটল থেকেই ইসলাম প্রতিষ্ঠার সর্বাধিক গুরুত্বপূর্ণ ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করতেই থাকবো ইনশাআল্লাহ। বর্তমানে নেতা-কর্মীগণ জেল হাজতে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা হবে তখনি তারা আল্লাহর রহমত ও সাহায্যে মুক্তি পাবে- একথার উল্লেখ করে সকলকে তিনি ধৈর্য ধারন করার ও মহান রবের নিকট তাদের জন্য দু’আ করার এবং অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে যথাযথ ঈমানী দায়িত্ব পালনের আহবান জানান। আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *