• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:৩৭
dainikprithibi অক্টোবর ৮, ২০২৪

ইসরায়েলের হামলার শঙ্কা, ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরায়েলি হামলার আশঙ্কায় রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সমস্ত বিমানবন্দর বন্ধ এবং সকল ফ্লাইট বাতিল করেছে ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

রোববার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

ইরনার এক প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশনাল সীমাবদ্ধতার’ কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি ফ্লাইট, ফেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া আর বিস্তারিত কিছু জানানি তিনি।

এদিকে রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেল (তোহিদ এবং রেসালাত) মধ্যরাত থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে কমপক্ষে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পর থেকেই প্রতিক্রিয়া হিসাবে ইরানে আক্রমণের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল।

সূত্র: আল জাজিরা, আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *