• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার রাত ১২:৫৮
S M Tajul Islam এপ্রিল ৭, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ওআইসির কার্যকরী ভূমিকা চান ইলিয়াস কাঞ্চন

ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর কড়া সমালোচনা করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক ও নায়ক ইলিয়াস কাঞ্চন। এ ঘটনায় জাতিসংঘের নীরব ভূমিকার সমালোচনা করেন তিনি এবং মুসলিম বিশ্বের সংগঠন ওআইসির ভূমিকা প্রত্যাশা করেন।

ফিলিস্তিনের গাজা ও রাফায় হামলার প্রতিবাদে গণশক্তি সভা নামক একটি সংগঠনের আয়োজনে আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, কয়েক যুগ ধরে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নীরব। তারা কোনো ভূমিকায় পালন করতে পারছে না।

ওআইসির ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি ফিলিস্তিনের ঘটনায় এখনো কোনো কর্যকরী ভূমিকা পালন করতে পারেনি। এই সংগঠনের নেতারা সবাই মিলে একটা কার্যকরী সিদ্ধান্ত নিলে এত হত্যাযজ্ঞ হতো না। অতি দ্রুত তাদের কার্যকরী ভূমিকা পালন করতে দেখতে চাই৷ এছাড়া মানুষ হিসেবে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে৷ এটি করতে না পারলে মানবিক মূল্যবোধ বলতে আর কিছু থাকবে না।

প্রতিবাদী কর্মসূতিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *