• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:১৪
S M Tajul Islam অক্টোবর ১৭, ২০২৪

ইনসিডিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ.কে.এম. মুশতাক আলী’র ৫৪তম জন্মদিন পালিত

ঢাকা: শিশু অধিকার ও মানবাধিকার নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ.কে.এম. মুশতাক আলী’র ৫৪তম জন্মদিন পালিত হয়েছে।

যেহেতু এ.কে.এম. মুশতাক আলী’র পথশিশুদের প্রতি ছিলো অগাধ ভালোবাসা, তাই এই উপলক্ষ্যে বুধবার রাজধানীর ধলপুরে ইনসিডিন বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত পথশিশু আশ্রয় কেন্দ্রে কেক কেটে তার জন্মদিবস পালন করা হয়। কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ ও আশ্রিত পথশিশুরা এতে অংশ নেয়।

এ.কে.এম. মুশতাক আলী নব্বই এর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের অগ্নিপথিক, নাট্য ও চলচ্চিত্র আন্দোলনের সাথে নিবিড় সম্পর্ক ও উন্নয়ন গবেষক হিসেবে পরিচিতি থাকলেও তার প্রথম ও প্রধান পরিচয় তিনি ইনসিডিন বাংলাদেশ এর অন্যতম প্রতিষ্ঠাতা।

শুরু থেকে আজীবন ইনসিডিন বাংলাদেশের পরিসরে তিনি কাজ করেছেন প্রান্তিক মানুষের সাথে এবং একই সাথে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায়। বিশেষত অর্থনৈতিক উন্নয়ন মডেলের সাথে সামাজিক উন্নয়নের ক্ষেত্রকে সমন্বিত করে রাষ্ট্রীয় নীতি, আইন, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে ইনসিডিন বাংলাদেশের মাধ্যমে প্রান্তিক মানুষের মতামত গঠনে তিনি ছিলেন নিরলস।

ইনসিডিনের দৃষ্টিতে প্রান্তিক মানুষের তালিকার সর্বাগ্রে স্থান পেয়েছে পথ শিশুরা- আর এ ক্ষেত্রেই মুশতাক আলীর ছিল প্রধান ভূমিকা। এছাড়া আছে যৌন শোষনের শিকার শিশু, শিশুশ্রমে নিযুক্ত শিশু, আদিবাসী মানুষ, নারী শ্রমিক, কৃষিজীবি মানুষ ও পাচারের শিকার মানুষ যাদেরকে প্রাধান্য দিয়ে ইনসিডিনে কেটেছে তার কর্মময় সময়।

ইনসিডিনের জন্ম, বেড়ে ওঠা ও পথচলার প্রতিটি বাঁকেই এ.কে.এম. মুশতাক আলী’র ছিলো সরব উপস্থিতি। তিনি ২০২৩ সালের ২১শে জুন মৃত্যুবরণ করেন।

তাঁর জন্মদিন উপলক্ষ্যে ইনসিডিন বাংলাদেশ পরিবার এবং সকল সাধুজন শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *