
আশিয়ান সিটির ক্ষতিগ্রস্ত মালিকরা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেও প্রাপ্য বিচার পাচ্ছেন না
ঢাকা : অবৈধভাবে আশিয়ান সিটির জমি দখল ও প্রতারণার বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকদের অভিযোগ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেও তারা প্রাপ্য বিচার পাচ্ছেন না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আশিয়ান সিটির জমি ও প্লট সংক্রান্ত সীমাহীন প্রতারণা, জালিয়াতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগীরা সরব হয়ে ওঠেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী জমি ও প্লট মালিকরা অভিযোগ করেন, আশিয়ান সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে। জমির বৈধ মালিকদের অধিকার অগ্রাহ্য করে, তাদের সম্পত্তি দখল করা হচ্ছে এবং জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন যে, এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতা রয়েছে, যারা জমি দখলের প্রক্রিয়ায় ভীতি ও জবরদস্তি প্রয়োগ করছে। এতে ক্ষতিগ্রস্ত মালিকরা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেও তারা প্রাপ্য বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আশিয়ান সিটির এ ধরনের কর্মকাণ্ডের কারণে অনেক সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা তাদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ভুক্তভোগীরা তাদের দাবি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। তারা দেশের সকল সচেতন নাগরিক এবং গণমাধ্যমের সহায়তা কামনা করেন, যাতে এই জালিয়াতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।