‘আমজনতার দলের’ আবেদন পুনর্বিবেচনার দাবি ইশরাক হোসেনের
ঢাকা : বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন ‘আমজনতার দল’-এর নিবন্ধন প্রক্রিয়া অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে ত্যাগী ও নির্যাতিত নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন দলটিকে নিবন্ধন না দেওয়াটা রাজনৈতিক বৈষম্যেরই প্রতিফলন। ক্ষমতাসীনদের পছন্দের দলগুলোকে বারবার বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমানের দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ওয়ান-ইলেভেনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও যারা সত্যিকার অর্থে রাজনীতির মাঠে লড়েছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে।
ইশরাক হোসেন তারেক রহমানের রাজনৈতিক সক্রিয়তা তুলে ধরে বলেন, তারেক রহমান একজন তরুণ, সক্রিয় এবং নির্যাতিত নেতা। নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণ-আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। তার ওপর একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি পিছু হটেননি। এমন একজন নেতার দলকে যদি নিবন্ধন না দেওয়া হয়, তবে সেটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, রাজনৈতিক পক্ষপাতও বটে।
তিনি আরও বলেন, সম্প্রতি যেসব নতুন দল নিবন্ধন পেয়েছে, তাদের অনেকেরই রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস বা সাংগঠনিক কাঠামো নেই। এমন দলগুলোর নিবন্ধন পাওয়ায় জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।





























