• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার দুপুর ২:৪৩
S M Tajul Islam এপ্রিল ১০, ২০২৫

আগামী কয়েক মাসের মধ্যেই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার দেশটির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সিটিভি নিউজ এতথ্য জানিয়েছে।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় ফ্রান্স। যেখানে কো-চেয়ার হিসেবে দায়িত্বে থাকবে দেশটি।

ইউরোপের দেশ, ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৬টিই ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। ইউরোপে এর মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *