• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর ৫:০৪
S M Tajul Islam সেপ্টেম্বর ২৮, ২০২৫

আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে: রনি

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড বা অডিও বক্তব্য ফাঁস হয়েছে। সেগুলো পর্যালোচনা করে এমন মন্তব্য করেন রনি।

আগামী এক দেড় বছরের মধ্যে আওয়ামী লীগে শেখ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা না গেলে শেখ পরিবার আওয়ামী লীগ থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি।

আজ রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

ওই ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, সাম্প্রতিক সময় শেখ হাসিনা ঘন ঘন বৈঠক করছেন। তিনি নেতাকর্মীদের যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, তা রীতিমতো আতঙ্কজনক।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করছে, বাইরের মানুষ তালি দিচ্ছে।

এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে। লাখ লাখ মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, শেয়ার দিচ্ছে অথচ এই মানুষগুলো গত এক বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল।

আমার দেশ পত্রিকা সম্প্রতি শেখ হাসিনার পুরনো ও সাম্প্রতিক অনেকগুলো কল রেকর্ড প্রকাশ করেছে। যেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

আমার দেশে প্রকাশিত এসব কল রেকর্ডের বরাত দিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করা তার মাধ্যমে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন।

শেখ হাসিনা দ্রুত কিছু করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘শেখ হাসিনার বয়স এখন প্রায় ৮০ বছর। তিনি তার সীমাবদ্ধতা জানেন এবং তিনি জানেন যে এখন তাকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে। দিন যত যাবে, তার শরীর ভেঙে পড়বে। সব কিছু তার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে।

তিনি আরো বলেন, ‘আগামী এক-দেড় বছরের মধ্যে শেখ হাসিনা যদি দেশে ফিরতে না পারেন, তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন বা শেখ পরিবারে যারা রয়েছে, তাদের রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে।’

শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভাবছেন জানিয়ে রনি বলেন, ‘এখন ভারতে গিয়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদের হুকুম দিচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *