
“অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই মৃত ব্যক্তি জীবিত”
আন্তর্জাতিক ডেস্ক: আমাদের প্রাত্যহিক জীবনে ঝাঁকুনি খুবই পরিচিত একটি বিষয়। কখনও রাস্তা ভাঙ্গা তো কখনও উঁচু স্পিডব্রেকারের ঝাঁকুনি নাজেহাল করে দেয় আমাদের শারীরিক অবস্থার। তবে এবার সেই ঝাঁকুনি থেকেই দারুণ কিছু নিয়ে এলো ভারতের একটি পরিবারের জন্য।
সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসক কর্তৃক মৃত ঘোষিত এক বৃদ্ধ অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরে পেলেন। এমনকি অ্যাম্বুলেন্স থেকে নেমে নিজেই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছেন। এমন খবরই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায়।
গণমাধ্যমটির সুবাদে জানা যায়, ৬৫ বছর বয়সী পানদুরাং উল্পে নামের এই বৃদ্ধ কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের দাবি হাঁটতে বেরিয়ে ফিরে এসে চা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করার পর অজ্ঞান হয়ে যান।
তৎক্ষনাৎ পরিবারের লোকজন দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়া হচ্ছিল। চলছিল শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি।
তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাস্তায় একটি স্পিডব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনি খায়। ঠিক তখনই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, বৃদ্ধের হাতের আঙুল নড়ছে। সঙ্গে সঙ্গে তাকে দ্রুত আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নতুন হাসপাতালে তাকে দুই সপ্তাহ ধরে চিকিৎসা দেওয়া হয়। হার্টের সমস্যার কারণে অস্ত্রোপচারও হয়। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান পানদুরাং।
প্রসঙ্গত, যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল, সেই হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা।