
অনুসন্ধানী প্রতিবেদক কাজী আবির আসলামকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ
ডেস্ক : অনুসন্ধানী প্রতিবেদক কাজী আবির আসলামকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
১৪ আগষ্ট এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছে তারা।
১৩ আগষ্ট ২০২৫ বুধবার সিভিল এভিয়েশন ম্যানেজার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় টেন্ডারবাজির অনুসন্ধানে গেলে তাকে হুমকি দেয়া হয় । হত্যার হুমকিদাতা মো. উজ্জল নিজেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন এবং সাংবাদিক সমাজকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে অশালীন ভাষায় সাংবাদিক সমাজকে হেয় করতে শোনা যাচ্ছে।
তথ্য নিয়ে জানা যায়, উজ্জল দীর্ঘদিন ধরে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে টেন্ডার বাণিজ্য ও বিমানবন্দরের নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। তার নামে কোনো বৈধ লাইসেন্স নেই, অন্যের লাইসেন্সে কাজ করে আসছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আঁতাত করে তিনি কোটি টাকার কাজ করেছেন।
তথ্য নিয়ে আরোও জানা যায়, তিনি প্রায়ই সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার ও ম্যানেজার বিল্ডিংয়ে বিভিন্ন কর্মকর্তার রুমে অনুমতি ছাড়াই চার-পাঁচজন অনুসারী নিয়ে বসে থাকেন, যা কর্মকর্তাদের জন্য চরম বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। অভিযোগ রয়েছে, কর্মকর্তারা ও ঠিকাদাররা তার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।
বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অভিযুক্ত মো. উজ্জলকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ টেন্ডারবাজ এর বিরুদ্ধে সারাদেশের আন্দোলন করতে বাধ্য হবে। রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়েছে কোন টেন্ডারবাজ ও চাঁদাবাজদের জন্যে নয়।